| ২০ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 115 বার
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে আটক রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
প্রেসিডেন্ট উইন মিন সহ অং সান সু চি এবং অন্যান্য আরো কয়েকজনকে পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে আটক রাখা হয়। আশা করা হচ্ছিল যে বুধবার অং সান সু চি’র আটকাদেশ শেষ হবে।
অং সান সু চি’র এক আইনজীবী এবং রাজধানী নেপিদোর আদালতের কর্মকর্তারা পৃথক অনুষ্ঠানে মঙ্গলবার সাংবাদিকদের বলেন যে ক্ষমতাচ্যুত নেত্রীর বিরুদ্ধে বেআইনি ভাবে হাতে বহনযোগ্য রেডিও আমদানির এবং অনুমতি ছাড়া সেটা ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।
তারা বলেন যে গত বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় তিনি করোনাভাইরাস নিয়মাবলী লঙ্ঘন করেছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। উইন মিনের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার আদালতের কার্যক্রমের সময়ে দুই নেতা অনলাইনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর পরের কার্যক্রম হবে পয়লা মার্চ।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন যে অং সান সু চি এবং উইন মিন, দুজনেই সুস্থ রয়েছেন।
অং সান সু চি’কে আটক রাখার মেয়াদ বৃদ্ধির ফলে বিক্ষোভ এখন আরো জোরদার হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।