| ২০ নভেম্বর ২০১৯ | ১০:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 444 বার
টোকিও বিদ্যুৎ কোম্পানি বা টেপকো, সন্ত্রাস বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক চলাকালে জাপান সাগরের উপকূলে অবস্থিত একটি পরমাণু স্থাপনার কর্মকাণ্ড বন্ধ রাখবে।
টেপকো, নিইগাতা জেলায় অবস্থিত কাশিওয়াযাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা সাতটি চুল্লির মধ্যে দুটি পুনরায় চালু করতে বর্তমানে নিরাপত্তা বিষয়ক কাজ করছে।
পরিষেবা কোম্পানিটি, অলিম্পিক চলাকালে বিদ্যুৎ কেন্দ্রের সবধরনের কাজ বন্ধ রাখা হবে এবং প্যারালিম্পিক চলাকালে ওয়েল্ডিংসহ আগুন ব্যবহার করা হয় এমন অন্যান্য কাজ বন্ধ রাখা হবে বলে জানায়।
এতে, বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করা ক্রীড়ানুষ্ঠানটিতে বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটায় সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার বিষয় উল্লেখ করা হয়।
কোম্পানিটি, বর্তমানে ভেঙ্গে ফেলার কাজ চলমান থাকা ফুকুশিমা দাইইচি ও দাইনি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও ওয়েল্ডিংসহ অন্যান্য কর্মকাণ্ড সীমিত রাখার পরিকল্পনা করছে।