| ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৯:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 340 বার
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজকরা কিভাবে নতুন করোনাভাইরাসের সংক্রমণকে মোকাবিলা করবেন সে বিষয়ে পরিস্কার গাইডলাইন নিয়ে অগ্রসর হওয়ার জন্য চাপে রয়েছেন।
মার্চ মাসের শেষ দিকে অলিম্পিক মশাল জাপানজুড়ে এর যাত্রা শুরু করবে। আয়োজকরা বলছেন, এই তারিখ পিছিয়ে দেয়া সম্ভব নয়।
তারা দেশের বিভিন্ন জেলার কাছ থেকে প্রতিক্রিয়া গ্রহণের পরিকল্পনা করছেন যাতে অলিম্পিক মশালের রিলে দৌড় নিরাপদভাবে এগিয়ে নেয়ার পথ তারা খুঁজে পেতে পারেন।
গেমসের অনেক খেলার বাছাইপর্ব মার্চ মাস থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট স্থানে বল ছুঁড়ে মারার খেলা, বোকিয়া’র একটি ইভেন্ট দর্শক ছাড়াই শুক্রবার অনুষ্ঠিত হবে কারণ প্রতিবন্ধী খেলোয়াড়রা সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীল।
টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের কর্মকর্তা হিসাশি নাকামিনামি বলেন, অনেক খেলোয়াড় গেমসের জন্য প্রশিক্ষণে তাদের জীবনকে উজাড় করে দিয়েছেন। তিনি আরও বলেন, আয়োজকদের উচিৎ হবে এসব খেলোয়াড়দের অংশ নিতে সুযোগ করে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখা।