| ১৩ অক্টোবর ২০২০ | ৮:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 107 বার
ওসাকা শহরটিকে টোকিওর মত ওয়ার্ডে বিভক্ত করে পুনর্গঠন করা হবে কিনা, সে বিষয়ে দ্বিতীয় একটি গণভোটের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শহরটিতে শুরু হয়েছে।
“ওসাকা মেট্রোপলিস পরিকল্পনা” নামে পরিচিত উদ্যোগটিতে একক নগর কাঠামো বিলুপ্ত করে চারটি বিশেষ ওয়ার্ড প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। ঐ পরিকল্পনার প্রস্তাবকারীরা বলছেন, এটি নগর ও ওসাকা জেলা কর্তৃপক্ষের মধ্যকার অপ্রয়োজনীয় প্রশাসনিক কর্মকাণ্ড দূর করবে।
সোমবার সকালে নিজেদের যুক্তি তুলে ধরার জন্য এই পরিকল্পনার পক্ষ ও বিপক্ষের লোকজন সড়ক-প্রচার কার্যক্রম শুরু করেছেন। নভেম্বরের ১ তারিখ এই ভোটের দিন নির্ধারিত রয়েছে।
ওসাকার মেয়র মাতসুই ইচিরো হচ্ছেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করা “ওসাকা ইশিন নো কাই” নামক একটি আঞ্চলিক দলের নেতা। মাতসুই বলেন, ওসাকার অধিবাসীদের জন্য সবচেয়ে নেতিবাচক বিষয় হবে নগর এবং জেলা কর্তৃপক্ষের মধ্যে সংঘাত।
তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং জাপানের কমিউনিস্ট পার্টি এই পরিকল্পনার বিরোধিতা করছে।
নগর কর্তৃপক্ষের সভায় এলডিপি’র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক কিতানো তায়েকো বলেছেন, এই পরিবর্তন শহরের অধিবাসীদের প্রশাসনিক সেবার মান হ্রাস করবে, এমন বিবেচনায় স্বাভাবিকভাবেই এর “বিপক্ষে” ভোট দেয়া উচিত।
উল্লেখ্য, ভোটার উপস্থিতির সংখ্যা যাই হোক না কেন, এই গণভোটের ফলাফল হবে আইনগতভাবে বাধ্যতামূলক।