| ২৪ জুন ২০২০ | ৭:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 364 বার
টোকিও মেট্রোপলিটন সরকারের সূত্রসমূহ বলছে জাপানের রাজধানীতে বুধবার করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ৫৫টি নতুন ঘটনা নিশ্চিত করা হয়েছে।
মে মাসের ৫ তারিখের পর থেকে এবারই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেল। এই সংখ্যা একই সাথে হচ্ছে ২৫ মে জরুরি অবস্থা তুলে নেয়ার পর সর্বোচ্চ।
৫৫টি নতুন ঘটনার মধ্যে রাত্রিকালীন বিনোদন জীবনের বিভিন্ন স্থাপনা কেন্দ্রীভূত থাকা এলাকাগুলোতে কর্মরত লোকজনের উপর চালানো দলবদ্ধ পরীক্ষা এবং যেসব জায়গায় একের পর এক সংক্রমণ খুঁজে পাওয়া যাচ্ছিল সেখানকার কর্মীদের মধ্যে চালানো পরীক্ষায় নিশ্চিত হওয়া ফলাফল অন্তর্ভুক্ত আছে।
টোকিওতে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়া লোকজনের মোট সংখ্যা এখন হচ্ছে ৫,৮৯৫।