| ২৩ নভেম্বর ২০২০ | ৮:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 150 বার
জাপানে কোভিড-১৯এ সংক্রমিত রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলায় দেশের হাসপাতালগুলোর উপর চাপ সৃষ্টি হয়েছে।
জাপানের ৪৭টি জেলার মধ্যে ৭টির হাসপাতালগুলোতে রোগী ভর্তি থাকা শয্যার সংখ্যা ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা, গত বুধবার পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান।
উল্লেখ্য, এটি গত ১১ই নভেম্বর থেকে সাতদিনে রোগীর সংখ্যা ১ হাজার ৪৩৪ জন বা প্রায় ৩২ শতাংশ বৃদ্ধির ঘটনা।
তবে, ১১ই নভেম্বর পর্যন্ত কোন জেলায় হাসপাতালে রোগী ভর্তি থাকা শয্যা সংখ্যা ৪০ শতাংশ ছাড়িয়ে না গেলেও এক সপ্তাহ পর এ সংখ্যা বৃদ্ধি পেয়ে হিয়োগো জেলায় ৪৪ শতাংশ, ওসাকায় ৪১ শতাংশ, হোক্কাইদোতে ৩৮ শতাংশ এবং আইচি ও টোকিওতে ৩৩ শতাংশে পৌঁছায়।
সব মিলিয়ে দেশের ৩৪টি জেলায় রোগী ভর্তি থাকা শয্যার সংখ্যার হার উর্ধ্বমুখী হয়েছে।