| ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 371 বার
সফলভাবে নিজস্ব ক্রুজ মিসাইলের পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার আরব সাগরে এই পরীক্ষা সম্পন্ন হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাবর-১এ নামের ক্রুজ এই মিসাইল চার শ’ ৫০ কিলোমিটার (দুই শ ৮০ মাইল) দূরে স্থলভাগ বা সাগরের যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারবে।
এতে আরো বলা হয়, মাল্টিটিউব মিসাইল নিক্ষেপকারী যান থেকে এই মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান বেশ কিছু মিসাইল পরীক্ষা করেছে।
গত ৩ ফেব্রুয়ারি পরমাণু ক্ষমতাসম্পন্ন দেশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল ’গজনভির’ পরীক্ষা চালায়, যা পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করে ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সূত্র : ইয়েনি শাফাক