রাহমান মনি | ২৪ জুন ২০১৯ | ৯:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 636 বার
গভীর শ্রদ্ধা আর অন্তর নিংড়ানো ভালোবাসায় প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে স্মরণ করেছে জাপান প্রবাসীরা। সম্প্রতি প্রয়াত একুশে পদক সহ পাঁচ বারের জাতীয় চলচ্চিত্র সংগীত পুরষ্কার প্রাপ্ত প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী স্মরনে জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এক স্মরণ সভার আয়োজন করে।
১৬ জুন ২০১৯ রোববার প্রবাস প্রজন্ম জাপান এর ব্যানারে আয়োজিত শোক সভায় সর্ব স্তরের প্রবাসীদের ঢল নামে তাদের প্রিয় এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে। জাপান প্রবাসীরা তাদের প্রিয় এই শিল্পীর প্রতি অন্তর নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়েছে এদিন। উল্লেখ্য , প্রবাস প্রজন্ম জাপান গুনী এই সংগীত শিল্পীকে প্রবাস প্রজন্ম সন্মাননা ২০১৩ ও বিশেষ সন্মাননা ২০১৪ প্রদান করে। সেই থেকে সুবীর নন্দীর সাথে জাপান প্রবাসীদের আত্মার সম্পর্ক গড়ে উঠে। তাই, একাধিক আয়োজন থাকা সত্বেও তার প্রতি শ্রদ্ধা জানাতে দূরদূরান্ত থেকে প্রবাসীরা জড়ো হন টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার বিভিও হলে।
নিয়াজ আহমেদ জুয়েল এর উপস্থাপনায় শোক সভার শুরুতেই প্রয়াত এই শিল্পীর প্রতি প্রবাসী কমিউনিটির সমন্বয়ে সম্মিলিত ফুলেল শ্রদ্ধার্ঘ জানানো হয় । এরপর তার বিদেহী আত্মার প্রতি সন্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় সম্প্রতি পরলোকগত বিভিন্ন গুনীজনের প্রতি ও সন্মান প্রদর্শন করা হয় । তাদের মধ্যে চিত্র জগতের টেলি সামাদ , সাংবাদিক মাহফুজুল্লাহ , নাট্যকার মমতাজ উদ্দিন সহ আরো অনেককেই ।
সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রবাস প্রজন্ম সন্মাননা জানানোয় সুবীর নন্দী কে বেঁছে নেয়া এবং জাপানে তার সান্নিধ্য নিয়ে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন রাহমান মনি।
সভা চলাকালীন এক পর্যায়ে সুবীর নন্দীর আত্মজা ফাল্গুনী নন্দী টেলিফোনে কাজী ইনসানের সাথে যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের এই আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আজ বিশ্ব বাবা দিবস। এই প্রথম আমি আমার বাবা কে বাবা দিবসের কৃতজ্ঞতা জানানো থেকে বঞ্চিত হয়েছি কিন্তু সুদুর জাপানে আপনারা আমার বাবাকে স্মরণ করছেন এটা আমাদের পরম পাওয়া। আমার বাবা ওপার থেকে তা দেখছেন নিশ্চয় এবং যেখানে আছেন ভালো আছেন। সব শেষে ফাল্গুনী নন্দী তার পিতার আত্মার শান্তি কামনা করতে অনুরোধ জানান। তার বক্তব্য লাউড স্পীকারের মাধ্যমে সবাইকে শোনানো হয় ।