| ১৯ ডিসেম্বর ২০২০ | ১০:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 200 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য, প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে। অপর নয়টি অঙ্গরাজ্য টেক্সাসের সাথে রয়েছে। অনলাইন বিজ্ঞাপন বাজারে গুগল সার্চ ইঞ্জিন সুষম প্রতিযোগিতা নষ্ট করছে বলে তাদের দাবি।
টেক্সাসের এটর্নি জেনারেল বলেন যে বুধবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কেন্দ্রীয় জেলা আদালতে ঐ মামলা দায়ের করে।
কেন প্যাক্সটন বলেন, গুগল বারংবার তাদের একচেটিয়া আধিপত্য ব্যবহার করে মূল্য নিয়ন্ত্রণ করছে। একই সাথে প্রতারণার আশ্রয় নিয়ে নিলাম বাজার নিয়ন্ত্রণ করতে অন্যান্যদের সাথে তারা সহযোগিতা করছে যা হল বিচার ব্যবস্থার বিরাট এক লঙ্ঘন বলে তিনি আরো জানান।
বাদী পক্ষ বলছে গুগলের কর্মকাণ্ড ব্যবসায়ী এবং ভোক্তাদের স্বার্থকে ক্ষুন্ন করছে। ঐ মামলায় আর্থিক ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনার জন্য আহ্বান জানানো হয়।
গুগলের একজন মুখপাত্র বলেছেন যে ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে কোম্পানি তার আত্মপক্ষ সমর্থন করবে। গত কয়েক দশকে অনলাইন বিজ্ঞাপনের মূল্য হ্রাস পেয়েছে যা হল বাজারে প্রতিযোগিতা থাকার প্রমাণ বলে তিনি আরো উল্লেখ করেন।
অক্টোবর মাসে মার্কিন বিচার মন্ত্রণালয় গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের মামলা দায়ের করেছিল।