| ২২ অক্টোবর ২০২০ | ৮:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 155 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়, গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করেছে। ইন্টারনেট ভিত্তিক অনুসন্ধান ও বিজ্ঞাপন বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্য ব্যবহার করে প্রতিযোগিতা নষ্ট করার চেষ্টা করছে কোম্পানিটি বলে মন্ত্রণালয় জানায়।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসির এক জেলা আদালতে ১১ টি অঙ্গরাজ্যের সাথে মিলে ঐ মামলা দায়ের করেছে মন্ত্রণালয়।
অ্যাপেল ও স্যামসাং – এর মত মোবাইল ফোন নির্মাতাদের সাথে এমন ধরনের সব চুক্তিতে উপনীত হয়েছে বৃহৎ আকারের ঐ প্রযুক্তি প্রতিষ্ঠান যাতে করে তাদের ফোনের সার্চ ইঞ্জিন নিশ্চিত ভাবে সবসময় গুগলই থাকে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ তোলেন।
বিজ্ঞাপন ব্যবসার জন্যেও অনুসন্ধান সেবা থেকে পাওয়া উপাত্ত গুগল ব্যবহার করছে বলে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মন্ত্রণালয় বলছে কোম্পানি পালন করে থাকা এই ধরনের সব রীতির কারণে প্রতিযোগিতা ক্ষুণ্ন হচ্ছে এবং গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অবশ্য গুগল এই সবকটি অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা জানান এই মামলা অত্যন্ত ত্রুটিযুক্ত। তিনি বলেন, মানুষ গুগল ব্যবহার করেন নিজেদের পছন্দে, বাধ্য হয়ে বা অন্য কোন বিকল্পের অভাবে নয়।
ঐ কর্মকর্তা আরো বলেন যে এই মামলা গ্রাহকদের কোন ভাবেই সাহায্য করবে না। বরং তার বিপরীতে নিম্ন মানের অনুসন্ধান ইঞ্জিন কৃত্তিম ভাবে গড়ে উঠতে এটি সাহায্য করবে যার ফলে লোকজন যে ধরনের অনুসন্ধান সেবা ব্যবহার করতে চান তা খুঁজে পাওয়াটা তাদের জন্য কঠিন হয়ে উঠবে।
বিশ্লেষকরা বলছেন যে গুগলের ব্যবসায়িক পদ্ধতি নিয়ে সরকার এবং কোম্পানির মধ্যে দীর্ঘ সময় ধরে আদালতে লড়াই চলবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |