| ১০ অক্টোবর ২০১৯ | ১০:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 353 বার
চলতি সপ্তাহান্তে একটি বৃহৎ এবং মারাত্মক তাইফুন জাপানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, তাইফুন হাগিবিস ওগাসাওয়ারা দ্বীপমালার অদূরের সমুদ্রের উপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
আগামী শনি ও রবিবার হাগিবিস পূর্ব ও পশ্চিম জাপানের দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে এবং শেষ পর্যন্ত এটি ভূমিতেও আঘাত হানতে পারে।
ঐ ঝড়ের প্রভাবে আগামীকাল ওগাসাওয়ারা দ্বীপের চারিদিকের সমুদ্রে ১০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি ঘণ্টায় ১শ ২৫ কিলোমিটার পর্যন্ত বেগ নিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে।
ঝড়ের এই উত্তাল তরঙ্গ সপ্তাহান্ত জুড়ে দেশের পূর্ব এবং পশ্চিমাংশেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
ঝড়টি আর্দ্র বায়ুর একটি স্ফীত বলয় বয়ে নিয়ে আসার কারণে শুক্রবার থেকে দেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাইফুনের পূর্বাভাষকৃত পথ বা এর অদূরে থাকা লোকজনকে সম্ভাব্য মারাত্মক বিরূপ আবহাওয়ার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন আবহাওয়া কর্মকর্তারা।