| ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 115 বার
পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপমালার অদূরের সমুদ্রে জাপানের নিজস্ব জলসীমায় বারংবার প্রবেশের পর চীনের দু’টি সরকারি জাহাজ এখন সেই অঞ্চল ছেড়ে গেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনী ঐ জাহাজগুলোর পাশাপাশি জাপানের নিজস্ব জলসীমার বাইরের লাগোয়া সমুদ্রে চলাচলরত অন্য দুটি জাহাজকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছিল।
উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঐ চারটি জাহাজকে জাপানের নিজস্ব জলসীমার বাইরের সংলগ্ন অঞ্চলে দেখা যায় এবং রবিবার ভোর ৫টার অল্প কিছুক্ষণ আগে তার মধ্যে থেকে দুটি জাহাজ দ্বীপমালার অন্যতম কুবাশিমা দ্বীপের অদূরের সমুদ্রে প্রবেশ করে।
ঐ দুই জাহাজ একটি জাপানি মাছ ধরার জাহাজকে অনুসরণ করছিল বলে প্রতীয়মান হয়। জাহাজগুলো বেলা ১১টার অল্প কিছুক্ষণ পরে ঐ এলাকা ত্যাগ করলেও প্রায় আড়াই ঘণ্টা পর আবারও তাইশো দ্বীপের অদূরে জাপানের নিজস্ব জলসীমায় পুনঃপ্রবেশ করে।
রাত ৮টার অল্প কিছুক্ষণ পরে জাহাজ দুটি জাপানের জলসীমা ত্যাগ করে।
জাপান এই দ্বীপমালা নিয়ন্ত্রণ করে। চীন ও তাইওয়ান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। জাপান সরকার এই অবস্থান বজায় রেখে চলেছে যে এক্ষেত্রে সার্বভৌমত্বের কোন বিষয় নেই।