| ১৩ জানুয়ারি ২০২১ | ৯:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 102 বার
করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি রোধের প্রচেষ্টায় দ্রুত হলে বুধবার থেকে পশ্চিম জাপানের আরও তিনটি জেলায় জরুরি অবস্থা ঘোষণার দিকে অগ্রসর হচ্ছে জাপান সরকার।
সরকার এবং ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এক বৈঠকে প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেন যে, তিনি ওসাকা, কিয়োতো এবং হিয়োগো জেলাকে অন্তর্ভুক্ত করার জন্য জরুরি অবস্থা ঘোষণার আওতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা শুরু করবেন।
সুগা বলেন, সংক্রমণের দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় সরকার টোকিও এবং এর তিনটি প্রতিবেশী জেলায় গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। তবে, ওসাকা অন্তর্ভুক্ত থাকা কিছু এলাকাও এখন সংক্রমণের দ্রুত বৃদ্ধি প্রত্যক্ষ করছে।
উল্লেখ্য, পশ্চিমের ঐ তিনটি জেলার গভর্নররা গত শনিবার কেন্দ্রীয় সরকারের কাছে তাদের অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য জরুরি অবস্থার ব্যাপ্তি বাড়ানোর অনুরোধ করেন।
এদিকে, টোকিও মেট্রোপলিটন সরকার আজ জাপানের রাজধানীতে করোনাভাইরাসের মোট ৯শ ৭০টি নতুন নিশ্চিত সংক্রমণের খবর জানায়।
জানুয়ারির ৪ তারিখের পর থেকে এবারই প্রথম টোকিও’র দৈনিক গণনা ১ হাজারের নীচে নামল।
তবে, এই সংখ্যা কোন মঙ্গলবারের জন্য দ্বিতীয় সর্বোচ্চ।