| ২৩ জানুয়ারি ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 361 বার
গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান’সহ অন্যান্য আনুষ্ঠানিক আয়োজনে জাপানি ক্রীড়াবিদদের পরিধান করতে যাওয়া ইউনিফর্ম বা পোশাকগুলো আজ টোকিও’তে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে ৬জন ক্রীড়াবিদ সেখানে আসেন। সাদা কোট এবং লাল প্যান্ট বা স্কার্টের সমন্বয়ে ঐ ইউনিফর্ম তৈরি করা হয়েছে। পোশাকের রং’গুলো জাপানের জাতীয় পতাকা থেকে নেয়া হয়েছে।
এই পোশাক তৈরি করেছে জাপানের প্রধান বস্ত্র নির্মাতা আওকি। জাতীয় দলকে স্বাগত জানানোর অনুষ্ঠান’সহ অন্যান্য আনুষ্ঠানিক আয়োজনে এই নীল-সাদা ইউনিফর্ম পরা হবে।
অলিম্পিক এবং প্যারালিম্পিকে প্রতিযোগিতা করা ক্রীড়াবিদরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির চিন্তাকে মাথায় রেখে একই ইউনিফর্ম পরিধান করবেন।
অলিম্পিক এবং প্যারালিম্পিক চলাকালীন মারাত্মক গরম পড়বে, এমন ধারণা থেকে ইউনিফর্মগুলো একটি নরম বুনটের বায়ু-ভেদী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।