| ১০ জানুয়ারি ২০২১ | ৭:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 63 বার
জাপানের ৪৭টির মধ্যে কয়েকটি জেলা, হাসপাতালের শয্যার সহজলভ্যতাসহ করোনাভাইরাস পরিস্থিতির মুল্যায়নের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সূচকে সবচেয়ে সংকটপূর্ণ ধাপে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, গতকাল এই উপাত্ত প্রকাশ করে।
শয্যার সহজলভ্যতার ক্ষেত্রে, সবচেয়ে সংকটপূর্ণ চতুর্থ ধাপে থাকা অন্যান্য জেলার মধ্যে টোকিও, ওসাকা ও সাইতামা জেলাও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ৪র্থ ধাপের অর্থ হচ্ছে জেলার হাসপাতালগুলোতে থাকা শয্যাগুলোর ৫০ শতাংশ বা আরও বেশী রোগীতে পরিপূর্ণ রয়েছে।
গত মঙ্গলবার পর্যন্ত শয্যা পূর্ণ থাকার হার টোকিওতে ৭৮.১ শতাংশ, হিয়োগোতে ৭০.১ শতাংশ, ওসাকায় ৬৪.৪ শতাংশ এবং সাইতামায় ৫৯ শতাংশ ছিল।
গুরুতর অসুস্থ রোগীদের জন্য শয্যার সহজলভ্যতার ক্ষেত্রে, টোকিও ও ওসাকা সবচেয়ে সংকটপূর্ণ ৪র্থ ধাপে পৌঁছেছে এবং শয্যা পূর্ণ থাকার হার টোকিওতে ৮৭.৪ শতাংশ এবং ওসাকায় ৬৪.৭ শতাংশ ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টোকিও ও পার্শ্ববর্তী তিনটি জেলা সাইতামা, কানাগাওয়া ও চিবায় জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে, পশ্চিম জাপানের ওসাকা, হিয়োগো ও কিয়োতো জেলার গভর্নররাও, তাঁদের জেলাগুলোকে জরুরী অবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানানোর বিষয়টি বিবেচনা করছেন।