| ২৭ নভেম্বর ২০১৯ | ১০:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 53 বার
টোকিও’র কাছের কানাগাওয়া জেলায় অতি উচ্চগতির ম্যাগলেভ ট্রেনের ৬টি স্টেশনের একটির নির্মাণকাজ শুরু হয়েছে।
চুম্বকীয়ভাবে ট্রেনকে ভাসমান করে রেল পরিচালনা করতে যাওয়া মধ্য জাপান রেলওয়ে কোম্পানির কর্মকর্তারা এবং স্থানীয় মহানগর কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ উপলক্ষ্যে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে শুক্রবার অংশগ্রহণ করেন।
এই পরিষেবা কোম্পানিটি টোকিও’র শিনাগাওয়া থেকে মধ্য জাপানের আইচি জেলার নাগোইয়া পর্যন্ত ২০২৭ সালে ম্যাগলেভ ট্রেনসেবা চালু করার পরিকল্পনা করছে।
কানাগাওয়ার এই নতুন স্টেশনটি মাটির ৩০ মিটার নিচে তৈরি করা হবে। এই স্টেশনে থাকবে দু’টি প্লাটফর্ম এবং ৪টি রেললাইন। এই রেলস্টেশনের নির্মাণকাজ ২০২৭ সালের মার্চ মাসে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।