| ০৪ জুলাই ২০২০ | ৩:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 281 বার
জাপানের ক্ষমতাসীন কোয়ালিশনের প্রধান শরীকদল লিবারেল ডেমোক্রেটিক পার্টি হংকং’এর জন্য একটি জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করার পরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিকল্পিত জাপান সফর বাতিল ঘোষণা করার পদক্ষেপ গ্রহণ করছে।
শি’র সফর ইতোমধ্যেই করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে স্থগিত হয়ে যায়।
এলডিপি প্রণীত একটি খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয় যে মঙ্গলবার আইনটি কার্যকর হওয়ার ঠিক পর পর অনেককেই গ্রেফতার করা হয়। এর থেকে এটা নিশ্চিত হয় যে অনেকেই আতঙ্কিত রয়েছেন।
প্রস্তাবে মারাত্মক এবং গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয়, পরিস্থিতি উপেক্ষা করা যাবে না।
এতে জাপান সরকারের প্রতি এই ভূখণ্ডে তাদের নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য উপযুক্ত পদক্ষেপ হাতে নেয়া এবং হংকং’এর অধিবাসী যারা চলে যেতে চান তাদের জন্য কর্ম-ভিসা প্রদান সহ সমর্থনের কথা বিবেচনা করার আহ্বান জানানো হয়।