| ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2047 বার
কৃষি এবং সামুদ্রিক পণ্যসহ জাপানের খাদ্য রপ্তানি ২০১৮ সালে রেকর্ড সর্বোচ্চ হয়েছে, কেননা বিশ্ববাসীর কাছে জাপানি খাবারের স্বাদের আকর্ষণ অব্যাহতভাবে বেড়ে চলেছে।
কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, গত বছর রপ্তানির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৩০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৯০ হাজার কোটি ইয়েন যা ইয়েন অর্থে গত বছরের থেকে ১২% বেশি।
গরুর মাংসের চালান ২৯% বেড়েছে, অন্যদিকে আপেলের রপ্তানি বেড়েছে ২৮%। উপহার সামগ্রী হিসেবে জাপানি আপেলের কদর বেড়ে চলেছে। জাপানি মদ সাকে, স্ট্রবেরি এবং ডিমের রপ্তানিও হঠাৎ করে বাড়ে।
প্রায় ২০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের পণ্যের চালানসহ হংকং হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় একটি রপ্তানি গন্তব্য। এরপরে চীন এবং যুক্তরাষ্ট্রের অবস্থান।
শীর্ষস্থানীয় ৩টি বাজারের সংখ্যার সবগুলোই গতবছরে বেড়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা উল্লেখ করেন যে, সারা বিশ্বে জাপানি রেঁস্তোরার সংখ্যা বেড়ে চলেছে।
সরকার চলতি বছরে খাদ্য রপ্তানির পরিমাণ প্রায় ৯১০ কোটি মার্কিন ডলার বা ১ লক্ষ কোটি ইয়েন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করে।