| ১৯ মার্চ ২০১৯ | ৯:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 1466 বার
জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে ১৯৫টি দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সম্রাটের ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রয়োজনীয় বিধি বা কর্মসূচি প্রণয়নের দায়িত্ব পাওয়া সরকারের একটি প্যানেল আজ এই সিদ্ধান্ত নেয়।
আগামী মাসের ৩০ তারিখ সম্রাটের সিংহাসন ত্যাগের প্রক্রিয়াসমূহ নিয়েও প্যানেল মতৈক্যে পৌঁছায়। অন্যদিকে, মে মাসের ১ তারিখ যুবরাজ নারুহিতোর সম্রাটের দায়িত্ব নেয়ার বিস্তারিত নিয়েও প্যানেল সম্মত হয়।
এ বছরের অক্টোবর মাসের ২২ তারিখ নতুন সম্রাট জাপানের জনগণ এবং বিশ্ববাসীর সম্মুখে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করবেন।
১শ ৯৫টি দেশের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া, রাজপ্রাসাদে চার দিন ধরে চলা একটি ভোজ অনুষ্ঠানেও এই অতিথিদের আমন্ত্রণ করা হবে।