| ২৫ জুলাই ২০২০ | ৫:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 272 বার
জাপানের মহাসড়কগুলোর কিছু কিছু জায়গায় গাড়ি চলাচলের গতিসীমা বর্তমানের ঘন্টায় ১০০ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ১২০ কিলোমিটার করে নেয়া হবে।
১৯৬৩ সালে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে চালুর পর থেকেই বর্তমানের গতিসীমা নির্ধারিত রয়েছে।
শিন তোমেই, তোহোকু, জোবান এবং হিগাশি কানতো নামের এক্সপ্রেসওয়েগুলোর কয়েকটি স্থানে নতুন এই গতিসীমা প্রথমে প্রয়োগ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া অন্যান্য জায়গাগুলো বিবেচনা করে দেখা হবে।
তবে ট্রাক ও বিরাট আকারের যানগুলোর ক্ষেত্রে কোন পরিবর্তন আনা হচ্ছে না। বর্তমানের গতিসীমা ঘন্টায় ৮০ কিলোমিটারেই তা সীমাবদ্ধ রাখা হবে।
গাড়ি চালকদের কয়েকজন এটি অনেক সুবিধাজনক উল্লেখ করে গতিসীমা বৃদ্ধির অনুকূলে মন্তব্য করেছেন। অন্যদিকে কেউ কেউ দুর্ঘটনা বৃদ্ধি পেতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন। পুলিশ বলছে বিপদজনক চালকদের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করে নেয়া হবে।