| ০৭ নভেম্বর ২০২০ | ৯:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 177 বার
জাপানে লিবারেল আর্টসের ২২০টিরও বেশি শিক্ষা সংক্রান্ত সমিতি তাদের এক যৌথ বিবৃতিতে, দেশের সর্বোচ্চ শিক্ষা সংক্রান্ত সমিতি’র সদস্য পদে এই সমিতির মনোনীত ছয় জন প্রার্থীকে নিয়োগ দিতে সরকার কেন অস্বীকৃতি জানালো, তা ব্যাখ্যা করতে দাবি জানিয়েছে।
কলা ও সমাজ বিজ্ঞানের মত বিভিন্ন ক্ষেত্রের শিক্ষা সমিতির প্রধানের দায়িত্ব পালনকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সহ ১০ জন ব্যক্তি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই যৌথ বিবৃতি প্রকাশ করেন।
এখানে উল্লেখ্য, সরকার ছয় জন মনোনীত প্রার্থীকে জাপান বিজ্ঞান পরিষদের সদস্য পদে নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারের এই পদক্ষেপ শিক্ষা ক্ষেত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনার জন্ম দিয়েছে। বিজ্ঞান পরিষদের মনোনীত এই ছয় জন প্রার্থীর সবাই হলেন কলা ও সমাজ বিজ্ঞানের বিদ্বান ব্যক্তি।
শুক্রবার পর্যন্ত যা খবর তাতে দর্শন, সাহিত্য এবং হিস্টোরিকাল সায়েন্স সহ লিবারেল আর্টসের ২২৬টি সমিতি এই যৌথ বিবৃতি প্রকাশে যোগ দিয়েছে অথবা এটিকে সমর্থন করেছে। তারা সরকারের কাছে ছয় জন মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যানের কারণের ব্যাখ্যা দাবি করছেন এবং এদের নিয়োগ দিতে আহ্বান জানাচ্ছেন।