| ২০ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 45 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন যে, সরকার টিকা দেয়ার ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে অগ্রাধিকার প্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বেশি হওয়ায় আরও করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে।
তামুরা নোরিহিসা শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন।
সরকার বুধবার থেকে প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মীকে তাদের টিকাদান কর্মসূচি শুরু করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় অবশিষ্ট স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রায় ৩৭ লক্ষ স্বাস্থ্যকর্মী বাকি আছেন বলে অনুমান করছে মন্ত্রণালয়।
তবে, মন্ত্রণালয়ের চালানো সাম্প্রতিক এক জরিপে দেখা যাচ্ছে যে, এ ধরনের লোকের সংখ্যা অনুমানের চেয়ে প্রায় ১০ লক্ষ বেশি।
তামুরা বলেন, তিনি আশা করছেন, স্বাস্থ্যকর্মীরা ইচ্ছা প্রণোদিত হয়ে টিকা নেবেন। কেননা তাহলে সাধারণ জনগণকে টিকা দেয়া সহজ হবে।