| ১৪ জুলাই ২০২০ | ৮:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 260 বার
জাপানের চিকিৎসা কর্মীদের ইউনিয়নের এক সমিতি জানিয়েছে যে, দেশব্যাপী প্রায় ৩০ শতাংশ চিকিৎসা প্রতিষ্ঠান তাদের গ্রীষ্মকালীন বোনাস বাতিল করেছে বলে জানিয়েছে।
জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত, ৩৩৮টি চিকিৎসা প্রতিষ্ঠানের ইউনিয়নগুলো এই সমিতির চালানো এক জরিপে সাড়া দেয়।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ১১৫টি প্রতিষ্ঠান এক বছর আগের থেকে তাদের বোনাস কমিয়ে দিয়েছে।
প্রতিষ্ঠানসমূহের অনেকগুলোই করোনাভাইরাসের ভীতির কারণে লোকজন তাদেরকে এড়িয়ে যাওয়ায় আর্থিক অবস্থার অবনতির কথা উল্লেখ করছে বলে ধারণা করা হচ্ছে।
টোকিও মহিলা চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি ইউনিয়ন জানাচ্ছে, এই গ্রীষ্মের বোনাস বাতিল করে দেয়া হয়েছে, এবং শত শত নার্স তাদের চাকরি ছেড়ে দেয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
সমিতিটি জানাচ্ছে, অনেক চিকিৎসা কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও দায়িত্ববোধ নিয়ে তাদের চাকরি করে যাচ্ছেন।
সমিতিটি এও জানাচ্ছে, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো যদি তাদের আর্থিক সমস্যাসমূহ নিয়ে চলতে থাকে তাহলে শীতকালীন বোনাসও বাতিল করতে পারে।
সমিতিটি আরও বেশি কর্মীকে চাকরি ছেড়ে দেওয়া থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।