| ২৬ জুন ২০২০ | ৭:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 350 বার
টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন রাজধানীতে বৃহস্পতিবার করোনাভাইরাসের ৪৮টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। টোকিওতে পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়া লোকজনের সংখ্যা এখন ৫,৯৪৩ জনে দাঁড়িয়েছে। বুধবার টোকিও ৫৫টি নতুন ঘটনার কথা জানিয়েছিল, যা হচ্ছে ২৫ মে জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে সর্বোচ্চ দৈনিক সংখ্যা।