| ২৩ ডিসেম্বর ২০১৯ | ৮:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 608 বার
বাঙালির জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি দিন “শহীদ বুদ্ধিজীবী দিবস” এবং “মহান বিজয় দিবস”। বরাবরের মতো এবারও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, আবেগ এবং গর্বের সাথে সম্পৃক্ত এই দুটি দিনকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। কানসাই বাংলাদেশ সোসাইটি (কেবিএস) জাপান (NPO) এর পক্ষ থেকে ওসাকা শহরের ইকুনো কুমিন সেন্টারে ১৪ই ডিসেম্বর বিকেল পাঁচটায় শুরু হওয়া আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য, শিক্ষা ও সকল মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ এবং বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসে বসবাসরত ছাত্র, শিক্ষক, ব্যাবসায়ী, চাকুরিজীবীসহ সকল স্তরের বাংলাদেশীগণ।
ফেরদৌসী আরজানা হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান -খুলনা ইউনিভার্সিটি, মাহমুদুর রহমান- গবেষক, কোবে ইউনিভার্সিটি, রাসেল চৌধুরী- বিশিষ্ট ব্যবসায়ী, ড. সাঈদুল ইসলাম- সহযোগী অধ্যাপক, ওসাকা ইউনিভার্সিটি, লামিউর রায়হান- গবেষক, কিয়োটো ইউনিভার্সিটি, মোবাশ্বের আলম ভুঁইয়া- বিশিষ্ট সমাজসেবক এবং সাইদুর রহমান, কোবে।