| ২৫ নভেম্বর ২০২০ | ৭:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 181 বার
করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়ে চলা সাপ্পোরো এবং ওসাকা শহরে ভ্রমণে যাওয়ার নতুন বুকিং এর জন্য ভ্রমণ প্রণোদনা স্থগিত করার পরিকল্পনা করছে জাপান সরকার।
উল্লেখ্য, সংক্রমণ বৃদ্ধি পাওয়া অঞ্চলগুলোকে নিজেদের “গো টু ট্রাভেল” প্রচারাভিযান থেকে বাদ দেয়ার একটি পরিকল্পনা সরকার করে আসছিল।
সোমবার হোক্কাইদোর গভর্নর এই আভাষ দেন যে ব্যতিক্রম বা বাদ দেয়া শহরগুলোর তালিকায় সাপ্পোরোকে অন্তর্ভুক্ত করা ছাড়া অন্য উপায় নেই। ওসাকার গভর্নরও এই ইঙ্গিত দেন যে তিনি ওসাকার ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাবেন।
বিশেষজ্ঞরা বলছেন, টোকিও এবং আইচি জেলার কিছু অংশেও সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে।
এসব অঞ্চলে সংক্রমণ মোকাবিলার পদক্ষেপ নির্ধারণ করতে সরকার স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা করছে।
সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলা এলাকাগুলোর জন্য অন্যান্য পদক্ষেপও বিবেচনা করছে সরকার। সাময়িকভাবে “গো টু ইট” ভাউচার ব্যবস্থা স্থগিতকরণের পাশাপাশি রেস্তোরাঁ ও বারগুলোকে বাণিজ্য ঘণ্টা কমানো বা দোকান বন্ধ রাখার অনুরোধও এতে অন্তর্ভুক্ত আছে।