| ০১ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 202 বার
মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার জাপানে পরিচালিত করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্ত উপাত্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলে জানতে পেরেছে। মন্ত্রণালয় আগামী মাসে, এই টিকার অনুমোদন দেয়া হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করছে।
সুত্রগুলো, গতকাল ফাইজার তদূর্ধ্ব ২০ বছর বয়সী দেড়শ জাপানি নাগরিকের উপর পরিচালিত ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্ত উপাত্ত মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলে জানায়।
কোভিড-১৯এর টিকা সরবরাহকারী কোম্পানি হিসেবে একমাত্র ফাইজার, জাপানের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।
উল্লেখ্য ফাইজার, চলতি বছর ৭ কোটি ২০ লাখ লোকের জন্য পর্যাপ্ত টিকা সরবরাহ করতে জাপান সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
কর্তৃপক্ষগুলো, কোম্পানিটি প্রাথমিকভাবে আগামী মাসের শেষ নাগাদ ক্লিনিক্যাল পরীক্ষার উপাত্ত সংকলনের পরিকল্পনা করলেও সরকারের অনুরোধে পূর্ব পরিকল্পিত সময়ের পরিবর্তে চলতি মাসে উপাত্তগুলো জমা দিয়েছে বলে জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে, জাপানের বাইরে অনুষ্ঠিত ক্লিনিক্যাল পরীক্ষাগুলো থেকে প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে টিকাটি মুল্যায়নের একটি কর্মকাণ্ড পরিচালনা করছিল। সরকার, এবিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী মাসে বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানের পরিকল্পনা করছে।
টিকাটি অনুমোদন পেলে সরকার, আগামী মাসের শেষ নাগাদ চিকিৎসা কর্মীদের টিকা দেয়া আরম্ভের পরিকল্পনা করছে।