| ২২ সেপ্টেম্বর ২০২০ | ৭:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 261 বার
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশে বয়োবৃদ্ধ লোকের সংখ্যা নতুন সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। দেশের মোট জনসংখ্যার সাথে প্রবীণদের অনুপাতও বিশ্বের সর্বোচ্চ।
প্রবীণদের জন্য সম্মান দিবস উদযাপনের একদিন আগে মন্ত্রণালয় রবিবার এই উপাত্ত প্রকাশ করল।
মন্ত্রণালয় বলছে, গত মঙ্গলবার নাগাদ ৬৫ বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তির সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ ৩ কোটি ৬০ লক্ষ ১৭ হাজার যা গতবছর থেকে ৩ লক্ষ বেশি।
দেশের মোট জনগোষ্ঠীর সাথে প্রবীণ ব্যক্তিদের হারও ছিল রেকর্ড ২৮.৭ শতাংশ যা গতবছরের তুলনায় ০.৩ শতাংশ বৃদ্ধি। এই বৃদ্ধির আংশিক কারণ হল মোট জনসংখ্যা ২ লক্ষ ৯০ হাজার কমে যাওয়া।
জাতিসংঘের উপাত্তেও দেখা যায় যে, জাপানে প্রবীণ ব্যক্তিদের অনুপাত বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং এটি ইতালির চাইতে ৫ শতাংশেরও কিছুটা বেশি।
মোট নারী জনগোষ্ঠীর ২৫ শতাংশেরও বেশির বয়স ৭০ বা তদুর্ধ্ব। এবারই প্রথম এই সংখ্যা এক-চতুর্থাংশের পর্যায় অতিক্রম করল।
এছাড়া, জাপানে গতবছর প্রবীণ কর্মীদের সংখ্যা ছিল ৮৯ লক্ষ ২০ হাজার। তারা ছিল দেশের মোট কর্মী সংখ্যার ১৩.৩ শতাংশ। উভয় সংখ্যাই এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।