| ০৬ মার্চ ২০২১ | ১০:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 158 বার
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাতো কাৎসুনোবু ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রথমবারের মত তাদের শিবির থেকে টিকার রপ্তানি বন্ধ করা নিয়ে মন্তব্য করেছেন। কাতো এক সংবাদ সম্মেলনে শুক্রবার বলেন, ইইউ থেকে করোনাভাইরাসের টিকার চালান স্থিতিশীলভাবে পাওয়াটা জাপানের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি এও বলেন, ইইউ’তে জাপানের কূটনৈতিক মিশনগুলো মসৃণ বিতরণ নিশ্চিত করতে কাজ করে চলেছে এবং জাপানে রপ্তানি হয়ে আসবে এমন সব টিকা ইতোমধ্যেই অনুমোদিত হয়ে গেছে।