| ১৮ ডিসেম্বর ২০১৯ | ৭:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 349 বার
ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি আজ জাপান এবং মালয়েশিয়ার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। এটি হবে ১৯ বছরের মধ্যে একজন ইরানি প্রেসিডেন্টের প্রথম জাপান সফর।
আজ মালয়েশিয়ায় তার সফর শুরুর পর শুক্রবার রৌহানির টোকিওতে এসে পৌঁছানোর সময়সূচি নির্ধারিত রয়েছে।
তার যাত্রার পূর্বে রৌহানি সাংবাদিকদের বলেন যে জাপান ইরানে গুরুত্বপূর্ণ ব্যবসা করেছে এবং সেখানে বিনিয়োগও করেছে।
তিনি বলেন, যদি দেশদু’টির সম্পর্কের মধ্যে মন্দাভাব বিরাজ করে থাকে, তবে এর কারণ তার ভাষায় “নিষ্ঠুর মার্কিন চাপ এবং অবৈধ নিষেধাজ্ঞা।”
জাপানের সাথে বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার জন্য ইরান থেকে অশোধিত তেল ক্রয়ের উপর আরোপকৃত একটি নিষেধাজ্ঞা’সহ অন্যান্য নিষেধাজ্ঞাগুলোকে দায়ী করেন রৌহানি।
তিনি বলেন, সফরকালে তিনি জাপানের সাথে সম্পর্ক প্রসারের পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতির মত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চান।
২০০০ সালে মোহাম্মদ খাতামির পর কোন ইরানি প্রেসিডেন্ট আর জাপান সফর করেননি।
জাপানে এই সফরকে সম্পর্ক জোরদারকরণের পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতির অব্যাহত পতন থামানোর জন্য ব্যবহারের প্রত্যাশা করেন রৌহানি।