| ০৭ মার্চ ২০১৯ | ৭:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 584 বার
আজ জাপানের মন্ত্রিপরিষদ দপ্তর ইংগিত দিয়েছে যে দেশের অর্থনীতি সম্ভবত এখন একটি মন্দাবস্থার মধ্য দিয়ে এগুচ্ছে।
“কোইনসিডেন্ট সূচক” নামে পরিচিত বাণিজ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপক গত জানুয়ারি মাসে এর পূর্বের মাসের তুলনায় ২.৭ পয়েন্ট কম ছিল। পরপর তৃতীয় বারের মত মাসিক হ্রাস এটি।
মন্ত্রিপরিষদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, এর প্রধান কারণ হল, সেমিকন্ডাক্টর এবং শিল্প রোবটের উৎপাদন আকস্মিকভাবে হ্রাস পাওয়া।
তারা বলছেন, সূচকের এই অধোগতি অর্থনীতির “একটি সম্ভাব্য মোড় পরিবর্তনের” ইংগিত দিচ্ছে। তার মানে হল, কয়েক মাস আগে এটি সর্বোচ্চ স্তর ছোঁয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে।
অথচ জানুয়ারি মাসেই সরকার ঘোষণা দিয়েছিল যে জাপান যুদ্ধ-পরবর্তী দীর্ঘতম অব্যাহত প্রবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে।
তবে, একই মাসের ভিন্ন এই সূচক এখন নতুন গল্পের অবতারণা করেছে।
মন্ত্রিপরিষদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, আসন্ন মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে সরকার এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করবে।