| ১১ নভেম্বর ২০২০ | ৮:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 135 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি টেলিফোন সংলাপের পাশাপাশি যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা তিনি করছেন।
সুগা সোমবার সাংবাদিকদের বলেন যে তিনি বাইডেন এবং তাঁর রানিং মেট কমলা হ্যারিসকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র হচ্ছে এমন মিত্র যারা শান্তি ও স্বাধীনতার মত অভিন্ন সর্বজনীন মূল্যবোধ ধারণ করে।
প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যকার মৈত্রী আরও জোরদারের পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণে একত্রে কাজ করার প্রত্যাশায় তিনি রয়েছেন।