| ০৫ সেপ্টেম্বর ২০২০ | ৩:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 221 বার
টোকিও মহানগর সরকার জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টে পর্যন্ত যা খবর তাতে রাজধানীতে করোনাভাইরাসে ১৩৬টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত হয়েছে।
নতুন সংক্রমণের দৈনিক সংখ্যা ২০০’র নিচে নামে বুধবার। সংখ্যাটি একটানা ১১দিন ধরে ১০০’র ওপরে রয়েছে।
টোকিওতে করোনা সংক্রমণের মোট সংখ্যা এখন ২১ হাজার ৪শো ৭৫’এ পৌঁছেছে।