| ২৫ জুলাই ২০২০ | ৫:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 299 বার
টোকিও মহানগর কর্তৃপক্ষের কর্মকর্তারা শুক্রবার নতুন করে করোনাভাইরাসে ২৬০ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।
এই নিয়ে পর পর ৪ দিন এই সংখ্যা ২০০’র উপরে রয়েছে এবং পর পর ১৬তম দিন ১০০’র উপরে আছে।
টোকিও’তে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮০’তে।