| ১১ জানুয়ারি ২০২১ | ১০:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 73 বার
টোকিও মহানগর সরকার, আজ বিকেল তিনটা নাগাদ রাজধানীতে করোনাভাইরাসের নতুন ১ হাজার ৪৯৪টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, এর মাধ্যমে দৈনিক ভিত্তিতে পরপর ষষ্ঠ দিনের মত সংক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে এবং এই সংখ্যা যে কোন রবিবারের জন্য সর্বোচ্চ।
আজ পর্যন্ত জাপানের রাজধানীতে সংক্রমণের মোট সংখ্যা ৭৪ হাজার ৯৪৪টিতে পৌঁছেছে।
আবার, গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা এখন ১শ ২৮ জন বা গত শুক্র ও শনিবারের রেকর্ড ১শ ২৯ জনের চেয়ে একজন কম।