| ২৪ আগস্ট ২০২০ | ১২:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 221 বার
টোকিও মহানগর সরকার, আজ বিকেল ৩টা নাগাদ টোকিওতে করোনাভাইরাসে নতুন ২১২টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।
দৈনিক হিসেবে পরপর ৪র্থ দিনের মত সংক্রমণের সংখ্যা ২শ ছাড়িয়ে গেল।
সংক্রমিতদের ৫১ শতাংশ বা ১০৯ জনের বয়স ২০ এবং ৩০এর কোঠায়।
আজ পর্যন্ত টোকিওতে সংক্রমণের মোট সংখ্যা ১৯ হাজার ৩৩৩টিতে পৌঁছেছে।
কর্মকর্তারা, টোকিওর সংক্রমণ পরিস্থিতিতে মারাত্মক অবস্থা বিরাজমান থাকায় উচ্চ সতর্কতা বজায় রেখে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।
মহানগর সরকারের কর্মকর্তারা, টোকিওর বাইরে বা নিজেদের দেশের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকতে অথবা দলবদ্ধভাবে নৈশ ভোজে অংশ না নেয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।