| ০৭ মার্চ ২০২১ | ৮:০২ অপরাহ্ণ | পড়া হয়েছে 64 বার
টোকিও মহানগর সরকারের কর্মকর্তারা, রাজধানীতে আজ করোনাভাইরাসে ২৩৭টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এসংখ্যা এক সপ্তাহ আগের রবিবারের ৩২৯টি থেকে ৯২ টি কম।
টোকিওতে, আজ পর্যন্ত সাতদিনে নতুন সংক্রমণের গড় সংখ্যা ২৫৪.১ বা পূর্ববর্তী সপ্তাহের গড়ের তুলনায় ৯১.৬ শতাংশ ছিল।
উল্লেখ্য, বৈশ্বিক করোনাভাইরাস মহামারী আরম্ভ হওয়ার পর থেকে এপর্যন্ত রাজধানীতে নিশ্চিতভাবে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫৫’এ পৌঁছেছে।