| ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 92 বার
টোকিও মহানগর সরকার, আজ জাপানি রাজধানীতে করোনাভাইরাসে ৩৬৯টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, দৈনিক হিসেবে পরপর ৭ম দিনের মত নতুন সংক্রমণের সংখ্যা ৫শর নীচে রয়েছে।
টোকিওতে, বৈশ্বিক করোনাভাইরাস মহামারী আরম্ভ হওয়ার পর এপর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ১৩৪ জন সংক্রমিত হয়েছেন।
কর্মকর্তারা এটিও জানান যে, রাজধানীতে বর্তমানে মোট ১০৪ ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন, যা গতকালের থেকে দু’জন বেশী।