| ১৩ অক্টোবর ২০২০ | ৮:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 127 বার
লিঙ্গগত সংখ্যালঘুদের জন্য টোকিও’তে একটি তথ্য এবং যোগাযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বিভিন্ন সংস্থা এবং কোম্পানির একটি গ্রুপ রাজধানীর শিনযুকু ওয়ার্ডে “প্রাইড হাউস টোকিও লেগাসি” নামক কেন্দ্রটি স্থাপন করে।
রবিবার এক উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রতি ট্রান্সজেন্ডার বা উভলিঙ্গ হিসেবে পরিচিত হওয়া এক ব্যক্তি বলেন, একটি আদর্শ বিশ্বে মানুষ পরস্পর পরস্পরকে তাদের অনন্যতার জন্য সম্মান করতে সক্ষম হবেন।
এই ব্যক্তি এমন প্রত্যাশাও ব্যক্ত করেন যে নতুন কেন্দ্রটি বৈচিত্র্যের প্রতি আরও বেশি করে উন্মুক্ত এক সমাজ গড়তে সাহায্য করবে।
এই স্থাপনায় ব্যক্তিগত পরামর্শের জন্য কক্ষ, এলজিবিটিকিউ বিষয় সংক্রান্ত ৬০০-র উপরে বই থাকা একটি পাঠাগার এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য একটি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
এই স্থাপনা লিঙ্গগত সংখ্যালঘু এবং ক্রীড়া নিয়ে তথ্য বিতরণের পরিকল্পনা করছে। টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের আয়োজকরা বলেছেন, “বৈচিত্র্যের মধ্যেই একাত্মতা” হচ্ছে এই গেমসের একটি মূল ধারণা।