| ২৩ জুলাই ২০২০ | ৫:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 298 বার
টোকিও’র মেট্রোপলিটন সরকার বলছে ২৩৮টি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা আজ নিশ্চিত করা হয়েছে।
এ নিয়ে পরপর দু’দিন ধরে সংখ্যা ২০০ ছাড়িয়ে যায় এবং টানা ১৪ দিন ধরে তিন অঙ্কের ঘরে তা বিরাজমান আছে। জাপানের রাজধানীতে মোট সংক্রমণ চিহ্নিত হয়েছে ১০,০৫৪টি।
চলতি মাসের শুরু থেকে ৩,৮২৯টি সংক্রমণ নিশ্চিত করা হয়। এটা হচ্ছে মাসিক সর্বোচ্চ হিসাব, এপ্রিল মাসের রেকর্ড ৩,৭৪৮টিকে যা ছাড়িয়ে গেছে।