| ২৭ জুলাই ২০২০ | ৮:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 281 বার
টোকিও মহানগর সরকারের কর্মকর্তারা, রাজধানীতে আজ করোনাভাইরাসে ২৩৯টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এর ফলে নতুন সংক্রমণের সংখ্যা পরপর ষষ্ঠ দিনের মত ২শ এবং পরপর ১৮তম দিনের মত ১শ ছাড়িয়ে গেল।
এপর্যন্ত টোকিওতে মোট সংক্রমণের সংখ্যা ১১ হাজার ২১৪টিতে পৌঁছেছে।