| ০৪ জুলাই ২০২০ | ৩:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 376 বার
টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা পর পর দ্বিতীয় দিনের মত ১০০’র উপরে উঠে গেছে। ফলে এই উদ্বেগ বিস্তৃত হচ্ছে যে রাজধানী হয়তো অন্য এক ধাক্কার শিখরে রয়েছে।
টোকিও’তে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। বৃহস্পতিবার খবর পাওয়া যায়, নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৭ জন এবং শুক্রবারে আক্রান্ত হয়েছেন ১২০ জন যা মে মাসের শেষ নাগাদ জরুরি অবস্থা তুলে নেয়া এবং বাণিজ্যিক কর্মকাণ্ড আবার শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ দৈনিক সংখ্যা।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বলেছেন, “মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের সংখ্যা কমছে। সংক্রমণ সংক্রান্ত অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করার পর দেখা যাচ্ছে, অবিলম্বে আবার জরুরি অবস্থা ঘোষণা করার জন্য পরিস্থিতি এখনও সরকারি আদর্শমান পূরণ করেনি”।
সরকার এই বৃদ্ধির জন্য হয় কর্মজীবী লোকজন বা রাতের বেলায় হোস্ট বা হোস্টেস বারের মত বিনোদন স্থানগুলো ভ্রমণ করা লোকজনকে দায়ী করে। সরকার কর্মী এবং গ্রাহকদের করোনাভাইরাসের পরীক্ষা করানোর আহ্বান জানাচ্ছে।
বৃহস্পতিবার পর্যন্ত সারা জাপানে ১৯ হাজার জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়। মারা গেছেন ৯৭০ জনেরও বেশি।