| ০৮ জুন ২০২০ | ৫:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 433 বার
টোকিওর গভর্নর, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে প্রায় এক বছর বিলম্বিত হওয়া টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠানটি সরলীকরণ করার লক্ষ্যে কর্মকর্তারা কাজ করবেন বলে জানিয়েছেন।
টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি, ব্যয় হ্রাসের পাশাপাশি ক্রীড়ানুষ্ঠানটি আয়োজনের বিভিন্ন উপায় পর্যালোচনা করছে।
আয়োজক কমিটি, অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান আরম্ভ হতে আর এক বছর বাকি থাকা উপলক্ষে আগামী জুলাই মাসে বড় ধরণের কোন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে না।
গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে টোকিওর গভর্নর কোইকে ইউরিকো, একদিন আগে আয়োজক কমিটির সভাপতি মোরি ইয়োশিরোর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন বলে উল্লেখ করেন। কোইকে, বৈঠকে ব্যয় হ্রাসের লক্ষ্যে তাঁদের মধ্যে মতৈক্য হয়েছে বলে জানান।
গভর্নর, ক্রীড়ানুষ্ঠানটি মসৃণ এবং সরলীকরণের উপায় খুঁজে পেতে বিস্তৃত পরিসরে গবেষণার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। তিনি, এটি একটি কঠিন চ্যালেঞ্জ বলে স্বীকার করেন।
কোইকে, আগামী বছর অনুষ্ঠিতব্য ক্রীড়ানুষ্ঠানটিকে ক্রীড়াবিদ এবং ভক্তদের জন্য একটি আশার আলোক রশ্মি বলে অভিহিত করেন। তিনি, এসকল প্রচেষ্টা ক্রীড়ানুষ্ঠানটিকে উচ্চ আশাবাদের পথে ধাবিত করবে বলেও উল্লেখ করেন।