| ২০ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 339 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চলতি গ্রীষ্মে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে যোগদানের জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা বিবেচনা করে দেখছেন।
২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটির কর্মকর্তাদের সাথে মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প কথা বলছিলেন।
ট্রাম্প বলেন এখনও পর্যন্ত তিনি কোন সিদ্ধান্তে উপনীত হননি তবে সম্ভব হলে তিনি যোগ দেয়ার চেষ্টা করবেন।
ট্রাম্প যদি সেই সময় আসেন তবে সেটি হবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর চতুর্থতম জাপান সফর। গত বছর মে মাসে তিনি এক রাষ্ট্রীয় সফরে জাপানে আসেন এবং সম্রাট ও সম্রাজ্ঞীর সাথে সাক্ষাৎ করেন। জুন মাসে তিনি ওসাকাতে অনুষ্ঠিত জি-টয়েন্টি সম্মেলনেও যোগ দিয়েছিলেন।