| ২০ জুলাই ২০২০ | ৬:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 480 বার
বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে আগামী বছর পর্যন্ত স্থগিত হওয়া টোকিও অলিম্পিকের আয়োজকরা ঐ ক্রীড়া আয়োজনের জন্য একটি নতুন প্রতিযোগিতার সূচি উন্মুক্ত করেছে।
গতকাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক ভিডিও সম্মেলন চলাকালে টোকিও আয়োজক কমিটির প্রধান মোরি ইয়োশিরো এই ঘোষণা দেন।
মোরি বলেন যে, জুলাই মাসের ২৩ তারিখ থেকে অর্থাৎ এই বছরের জন্য প্রণীত মূল পরিকল্পনার মাত্র একদিন আগে শুরু হয়ে মোট ১৭দিন ধরে অলিম্পিক অব্যাহত থাকবে। মোট ৩৩টি খেলার রেকর্ড ৩শ ৩৯টি ইভেন্টে সারা বিশ্ব থেকে আসা ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে স্থগিত হওয়া প্রতিযোগিতার সকল ক্রীড়াস্থল, ক্রীড়াবিদের আবাসস্থল এবং অন্যান্য স্থাপনার ব্যবহার নিশ্চিত করার কারণে মূল সূচির সাথে নতুন প্রতিযোগিতার সূচির অনেকটা হুবুহু মিল রাখা সম্ভব হয়েছে।