| ০২ জানুয়ারি ২০২০ | ২:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 809 বার
২০২০ সালের গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য জাপান চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে।জুলাই মাসের ২৪ তারিখ থেকে শুরু হবে এই অলিম্পিক ক্রীড়া। ৩৩ রকমের খেলার রেকর্ড ৩৩৯ টি ইভেন্টে ১০ হাজারের বেশি ক্রীড়াবিদ যোগ দেবেন।
২০১১ সালের ভূমিকম্প, সুনামি এবং পরমাণু দুর্ঘটনা থেকে উত্তর পূর্বাঞ্চলের তোহোকু অঞ্চল যে আবারও পূর্বের অবস্থায় ফিরে আসছে, তা বিশ্বের সামনে তুলে ধরার জন্য মার্চ মাসের ২৬ তারিখ, ফুকুশিমা জেলায়, অভ্যন্তরীণ অলিম্পিক মশাল দৌড় শুরু হবে।
জাপানের ৪৭টি জেলার প্রতিটিতেই ১২১ দিন ধরে এই মশাল বহন করে নিয়ে যাওয়া হবে।
আগস্ট মাসের ২৫ তারিখ থেকে প্যারালিম্পিক খেলা শুরু হবে। ২২টি খেলার ৫৩৯টি ইভেন্টে রেকর্ড সংখ্যক ৪ হাজার ৪০০ জন ক্রীড়াবিদ যোগ দেবেন।
১৯৬৪ সালে শেষবারের মত জাপানের রাজধানীতে অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছিল।