| ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 63 বার
টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান মোরি ইয়োশিরো নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করার কারণে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন।
মোরি শুক্রবার কমিটির নির্বাহী পরিচালনা পরিষদ এবং কাউন্সিল পরিচালনা পরিষদের এক যৌথ বৈঠকে যোগ দেন।
তিনি বলেন, টোকিও গেমসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই মাসে এটির অনুষ্ঠিত হওয়া এবং তিনি বিশ্বাস করেন, তার এই অনুষ্ঠানের প্রস্তুতি প্রচেষ্টাকে ব্যাহত করা উচিত নয়।
গত সপ্তাহে মোরি বলেন, পরিচালনা পরিষদের বৈঠকে নারীরা থাকলে বৈঠক অনেক দীর্ঘায়িত হয়, কেননা তারা অনেক বেশি কথা বলেন।
তার এই মন্তব্য জাপান এবং সারা বিশ্বে কঠোর সমালোচনার মুখে পড়ে। এর প্রেক্ষিতে মোরি তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
প্রশ্নের সম্মুখীন হওয়া মন্তব্য প্রসঙ্গে মোরি বৈঠকে বলেন, তার নারীদের অবমাননা করার সামান্যতম ইচ্ছাও ছিল না। তিনি বলেন, প্রতিবন্ধী বা প্রতিবন্ধী নয় এমন সবাই সহ সব মানুষকে সমানভাবে দেখার মনোভাব নিয়েই তিনি আলোচনায় বসেন।
তিনি এও বলেন, তার বেফাঁস মন্তব্যের কারণে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি অত্যন্ত দুঃখিত।