এইচ এম দুলাল | ০৪ মার্চ ২০১৯ | ১:০৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 298 বার
রেকর্ড ৩৮ হাজার দৌড়বিদ রোববার বৃষ্টি উপেক্ষা করে টোকিও ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। দৌড়টি শিনজুকুতে টোকিও মহানগর কর্তৃপক্ষ ভবনের সামনে শুরু হয়। আয়োজকরা এ বছর নজরদারি ক্যামেরা যুক্ত বিদ্যুৎচালিত সাইকেল ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেন।
কর্মকর্তারা বলেন, তারা ২০২০ টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসে এসব নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করতে চান।