| ২০ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 34 বার
টোকিও গেমসের আয়োজক কমিটির নতুন প্রধান তার রাজনৈতিক নিরপেক্ষতা প্রদর্শনের জন্য জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
হাশিমোতো সেইকো শুক্রবার একজন দলীয় সদস্য হিসেবে তার পদত্যাগপত্র দাখিল করেন।
এর আগে, টোকিও গেমসের প্রধান বলেছিলেন, এলডিপি থেকে বা একজন আইনপ্রণেতার পদ থেকে তিনি পদত্যাগ করবেন না। বিরোধীদলীয় সদস্যরা এই বলে তার সমালোচনা করেন যে, তিনি ক্ষমতাসীন দলের স্বার্থে অলিম্পিককে ব্যবহার করতে পারেন। তবে, তিনি সাংবাদিকদের বলেন যে তিনি সংসদের উচ্চ কক্ষের সদস্য পদ থেকে পদত্যাগ করবেন না।
হাশিমোতোকে বৃহস্পতিবার টোকিও গেমসের সাবেক প্রধান মোরি ইয়োশিরো’র স্থলাভিষিক্ত করা হয়। উল্লেখ্য, মোরি নারীদের প্রতি বৈষম্যমূলক এক মন্তব্য করায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখোমুখি হওয়ার পরে পদত্যাগ করতে বাধ্য হন।