| ২৬ এপ্রিল ২০১৯ | ৯:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 1414 বার
জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সংস্কার করা অভিবাসন আইনের অধীনে নতুন ধরনের কর্ম ভিসা’র প্রথম প্রাপক হয়েছেন দুজন কাম্বোডীয় নারী।
শুক্রবার অভিবাসন পরিষেবা এজেন্সি জানায়, তারা নাম্বার ওয়ান ক্যাটাগরির ভিসা প্রদান করেছে বয়সে ২০এর কোঠার দুজন কাম্বোডীয় নারীকে যারা কৃষি খাতে কাজ করবেন।
চলতি মাস থেকে কার্যকর হওয়া এই পরিবর্তীত আইনে দুটি নতুন শ্রেণির অভিবাসন মর্যাদার ব্যবস্থা করা হয়েছে।
নাম্বার ওয়ান ক্যাটাগরি’র ভিসা দেওয়া হবে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্ত বিদেশিদের যারা কৃষি, নার্সিং পরিষেবা ও খাদ্য সেকটরের মত চোদ্দটি খাতে কাজ করার জন্য পাঁচ বছর পর্যন্ত জাপানে থাকতে পারবেন।
এগুলোর মধ্যে কিছু কিছু খাতের জন্য আবেদনকারীদের বাছাই পরীক্ষা শুরু হয়েছে।
সরকার পরিচালিত তিন বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্নকারী বিদেশি কর্মীরা, কয়েকটি সুনির্দ্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে কোনো পরীক্ষা ছাড়াই ভিসার মর্যাদা ক্যাটেগরি ওয়ানে বদলে নিতে পারবেন।